JavaScript is not enabled!...Please enable javascript in your browser

جافا سكريبت غير ممكن! ... الرجاء تفعيل الجافا سكريبت في متصفحك.

-->
Startseite

কবিতা:নিজের মতো করে, কবি: প্রিয়াংকা নিয়োগী, ♥️ কোচবিহার,ভারত

কবিতা:বিচার চাই,
কবি: প্রিয়াংকা নিয়োগী,♥️ 
পুন্ডিবাড়ী,ভারত
তারিখ:19.08.2024
___________________
বিচার চাই সেই নারীর
যে ধর্ষিত ও অত্যাচারিত হয়ে 
শেষ নিঃশ্বাস ত্যাগ করল।

   আজ মাঠে নেমেছে সকলেই,
তাদের মধ্যে আজও নির্বিচার অনেকেই।
অনেকেই মুখে কুলুপ আঁটা,
মুখ খুললে অপরাধী দেবে সাজা,
যেতেও পারে প্রাণ তরতাজা!
তাদের বিচার ঈশ্বরের কাছে দেওয়া,
তিনি যা শাস্তি দেওয়ার দেবেন,
গুমরে গুমরে কেঁদে ক্ষত সারা।

         হাজার হাজার বিচারের দরখাস্ত বাকি আছে,
অপরাধী আরেকটা অপরাধের চেষ্টা হয়তো করে,
জানেই অশৌচের ভাগীদার তারা নহে।
তাদের হয়ে সাফাই চলে-
  পুরুষরা করলে দোষ নেই,
নারীরা করলেই দোষ দেই।

       এই সমাজে কত বিচার আসবে,
কত বিচার যাবে,
দুঃখ নিয়ে অনেকেই দিন গুনবে,
কত দুঃখ প্রকৃতির সাথে যায় মিশে।

       
       এমন বিচারের রায় 
আসেনা কেন ঠাঁয়!
পুরুষরা কোনোদিনও নারীদের 
ধর্ষণ,অপমান, শ্লীলতাহানি 
করার উপায় না ভাবনায়।

                            ________________
NameE-MailNachricht