কবিতা : উন্নতি এবং ব্যাথা,কবি: প্রিয়াংকা নিয়োগী,
কবিতা : উন্নতি এবং ব্যাথা,
কবি: প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত
তারিখ:26.09.2024
___________________
ভোরের আকাশে মুগ্ধতা পাই,
নিজের জগতে স্নিগ্ধতা পাই।
ছুটছে সবাই যে যার মতো করে,
একেকজনের একেকরকম,
পৌঁছানো লক্ষ্য উদ্দেশ্যে।
শত্রু করবে চক্রান্ত,
পাছে কেউ দেয় ল্যাং,
কটূ কথায় মন ভরাতে,
জুটবে অনেকেই।
অসুস্থ হবে মন,
এটাই থাকবে অনেকের কৌশল।
উন্নতি হবে লক্ষ্য,
যতই বাঁধা আসুক,
তা উগড়ে ফেলো।
উন্নতির লক্ষ্যে থাকলে জীবন উন্নত হবে,
সুস্থ মনে সুস্থ ভাবনা গাঁথবে।
পাত্তা দিলে কষ্ট,
জীবন ব্যাথিত হবে।
শুধুমাত্র মনোযোগ দিতে হবে লক্ষ্যে,
কষ্ট ভুলে যেতে হবে।
কষ্টের সাথে সম্পর্ক না রেখে,
উপলব্ধি করতে হবে উন্নয়ন,সাফল্য।
সম্পর্ক হবে স্বপ্ন,ইতিবাচক
এবং উদ্ভাবনির সাথে।
তোমার সাফল্য তোমার হাতে,
দরকার শুধু পরিশ্রম।
مقالات
اضف تعليقاً عبر:
الابتسامات