কবিতা:নিজের মতো করে, কবি: প্রিয়াংকা নিয়োগী, ♥️ কোচবিহার,ভারত
কবিতা:নিজের মতো করে,
কবি: প্রিয়াংকা নিয়োগী, ♥️
কোচবিহার,ভারত
তারিখ:18.08.2024
______________________
নিজের মতো করে নিজেকে উড়াল দিতে চাইলে,
ঝাপটা খেতে হয় এদিক ওদিক পানে।
হার জিত ভয় নেই,
নতুন দিশার পথ জারি।
বুদ্ধিতে চলতে হবে নিজের মতো করে,
সদাই ভালো থেকে ভালো কাজে লেগে।
ومضات
اضف تعليقاً عبر:
الابتسامات